বিপিএলের প্লেয়ার ড্রাফটে জায়গা পেলেন আশরাফুল

ক্রিকেট দুনিয়া November 22, 2022 1,474
বিপিএলের প্লেয়ার ড্রাফটে জায়গা পেলেন আশরাফুল

আসন্ন বিপিএলকে সামনে রেখে দেশী ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে বিসিবি৷ ৭ ক্যাটাগরিতে মোট ২২০ জন ক্রিকেটার দল পাবার আশায় থাকবেন। এবার ‘ই’ ক্যাটাগরিতে সুযোগ পেয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল।


জাতীয় দলের একসময় নিয়মিত মুখ ছিলেন আশরাফুল। দুর্দান্ত ব্যাটিংয়ে মন কেড়েছিলেন সবার। বিপিএলে দুর্দান্ত সেঞ্চুরিও হাঁকিয়েছেন একবার। কিন্তু ফিক্সিংয়ের কালো থাবায় বিপিএলকেই থমকে দিয়েছিলেন তিনি। এরপর নিষেধাজ্ঞা পান পাঁচ বছরের।


এরপর নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরলেও আর স্বরুপে ফিরতে পারেননি তিনি। ঘরোয়া ক্রিকেটে নিজেকে মেলে ধরতে পারেননি একবারও। তাই এবারের বিপিএলে তার মূল্য ১৫ লক্ষ টাকা নির্ধারণ করে দিয়েছে বিসিবি। তিনি আছেন ‘ই’ ক্যাটাগরিতে।


বিপিএলের নবম আসর মাঠে গড়াবে জানুয়ারির প্রথম সপ্তাহে। ২৩ নভেম্বর ড্রাফটের আগে একজন দেশী ক্রিকেটার সরাসরি চুক্তিবদ্ধ করার নিয়ম রাখে বিপিএল গভর্নিং কাউন্সিল। তবে বিদেশী অন্তর্ভূক্তের ক্ষেত্রে নির্দিষ্ট কোনো সীমা নেই।


সূত্রঃ স্পোর্টসজোন২৪