ইংল্যান্ডের বিপক্ষে চমকে ভরা দল ঘোষণা করলো পাকিস্তান

ক্রিকেট দুনিয়া November 21, 2022 2,788
ইংল্যান্ডের বিপক্ষে চমকে ভরা দল ঘোষণা করলো পাকিস্তান

ইংল্যান্ডের বিপক্ষে তিন টেস্টের সিরিজের জন্য সোমবার ১৮ জনের স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান। তাতে চমকের নাম আবরার ও আলি। চলমান কায়েদ-ই আজম ট্রফিতে দুর্দান্ত ছন্দে ছিলেন ২৪ পেরুনো স্পিনার আবরার। শেষ রাউন্ডের আগ পর্যন্ত ৬ ম্যাচ খেলে ২১.৯৫ গড়ে ৪৩ উইকেট নিয়ে নির্বাচকদের নজর কাড়েন তিনি।


কায়েদ-ই আজম ট্রফির গত দুই আসরেই ধারবাহিক পারফর্ম করেন সেন্ট্রাল পাঞ্জাবের পেসার মোহাম্মদ আলি। চলতি মৌসুসে ২৫.৫৪ গড়ে ২৪ উইকেট নিয়ে সাড়া ফেলেন তিনি। আগের আসরে ৮ ম্যাচে তিনি নিয়েছিলেন ৩২ উইকেট।


এছাড়াও দলে আছেন টি-টোয়েন্টির নিয়মিত মুখ মোহাম্মদ ওয়াসিম জুনিয়র। টেস্ট অভিষেকের অপেক্ষায় আছেন তিনি। দলে রাখা হয়েছে জাহিদ মেহমুদকেও। টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে চোট পাওয়ার পর পুনর্বাসনে থাকা পেসার শাহিন আফ্রিদি আগের পরিকল্পনা অনুযায়ী এই সিরিজে আছেন বিশ্রামে।


রাওয়ালপিন্ডিতে ১ ডিসেম্বর শুরু হবে ইংল্যান্ড-পাকিস্তানের সিরিজের প্রথম টেস্ট। ৯ ডিসেম্বর মুলতানে দ্বিতীয় টেস্ট খেলবে দুদল। ১৭ ডিসেম্বর করাচিতে হবে তৃতীয় ও শেষ টেস্ট। তিনটি টেস্টই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।


পাকিস্তান টেস্ট স্কোয়াড: বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, আব্দুল্লাহ শফিক, আবরার আহমেদ, আজহার আলি, ফাহিম আশরাফ, হারিস রউফ, ইমাম-উল হক, মোহাম্মদ আলি, মোহাম্মদ নাওয়াজ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, নাসিম শাহ, নোমান আলি, সালমান আলি আগা, সরফরাজ আহমেদ, সাউদ শাকিল, শান মাসুদ, জাহিদ মেহমুদ।


সূত্রঃ স্পোর্টসজোন২৪