এবারই প্রথম বাংলাদেশ প্রিমিয়ার লিগ মাতাতে আসছেন খুশদিল।কুমিল্লা ভিক্টোরিয়ান্স ফ্র্যাঞ্চাইজি খুশদিলকে দলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করতে বিবৃতিতে বলেছে, ‘কুমিল্লা ভিক্টোরিয়ান্সের জার্সিতে এবার বিপিএল মাতাতে আসছে পাকিস্তানি অলরাউন্ডার খুশদিল শাহ। ব্যাট আর বলে জমে উঠবে চতুর্থ শিরোপার মিশন।’
এখন পর্যন্ত ১১৪ টি-টোয়েন্টি খেলে ফেলা খুশদিলের রানসংখ্যা মোট ২১২৭। ১ শতরানের সাথে নামের পাশে আছে ৯টি হাফ-সেঞ্চুরির ইনিংস। আর দেশের জার্সিতে খেলেন ২৪ আন্তর্জাতিক টি-টোয়েন্টি। যেখানে রান করেছেন ৩০৯।
খুশদিলের আগে আরও তিন পাকিস্তানি তারকা মোহাম্মদ রিজওয়ান, শাহীন শাহ আফ্রিদি ও হাসান আলিকে দলে ভেড়ায় কুমিল্লা। যুক্ত করে ক্যারিবিয়ান ওপেনার ব্রেন্ডন কিংকে।
আসন্ন বিপিএল (বাংলাদেশ প্রিমিয়ার লিগ) সামনে রেখে দল গোছানো বেশ ভালোভাবেই শুরু করেছে ফ্র্যাঞ্চাইজিগুলো। আর সেখানে দেখা যাচ্ছে পাকিস্তানি ক্রিকেটারদের জয়কজয়কার।
সূত্রঃ ক্রিকেট৯৭