বিপিএল এর নবম আসরকে সামনে রেখে আগামী ২৩ নভেম্বর অনুষ্ঠিত হবে ক্রিকেটারদের প্লেয়ার্স ড্রফট। টুর্নামেন্টের সামনে রেখে বিদেশি ক্রিকেটারদের দলে নেওয়ার ব্যাপারে কোন বাধ্যবাধকতা দেখে নিয়ে বিসিবি।
নিজেদের ইচ্ছায় যত সম্ভব বিদেশী ক্রিকেটারদের দলে নিতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলোর। তবে দেশিদের ক্ষেত্রে একজনের বেশি নিতে পারবে না। ইতিমধ্যেই বিপিএলের সব দল একজন করে দেশী ক্রিকেটারদেরকে দলে নিয়েছে।
এদের মধ্যে নেই দুই সিনিয়র মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ। এছাড়াও ডাইরেক্ট সাইনিংয়ে দল পাননি জাতীয় দলের বর্তমান সময়ের সাথে ব্যাটসম্যান লিটন দাস। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সাতটি দলের সরাসরি স্বাক্ষর করা দেশীয় ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
যেখানে মাশরাফি বিন মুর্তজাকে সিলেট স্ট্রাইকার্স, তামিম ইকবালকে খুলনা টাইগার্স, সাকিব আল হাসানকে ফরচুন বরিশাল, তাসকিন আহমেদকে ঢাকা, মোস্তাফিজুর রহমানকে কুমিল্লা, আফিফ হোসেনকে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও নুরুল হাসান সোহানকে রংপুর রাইডার্সের দলে ভেড়ানোর কথা জানানো হয়।
সূত্রঃ বাংলাওয়াশ ক্রিকেট