জাতীয় দলের ক্রিকেটাররা কে কোন ফুটবল দলের সাপোর্টার?

ক্রিকেট দুনিয়া November 20, 2022 454
জাতীয় দলের ক্রিকেটাররা কে কোন ফুটবল দলের সাপোর্টার?

ক্রিকেট মাঠে তারা সতীর্থ হলেও ফুটবল বিশ্বকাপে বিভাজন সৃষ্টি হয় ব্রাজিল ও আর্জেন্টিনা দুই ভাগে। তবে পর্তুগাল, ফ্রান্স কিংবা জার্মানির মতো দলেরও সাপোর্টার রয়েছে। কিন্তু মূল লড়াই কিন্তু ব্রাজিল ও আর্জেন্টিনার মধ্যেই।


Bdup24 পাঠকদের জন্য সেসব তারকা ক্রিকেটার কোন দেশের সাপোর্ট করেন, তাই জানাব আজ। চলুন জেনে নেই বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোন তারকা কোন দলের সাপোর্টার।


ব্রাজিল সমর্থক: তামিম ইকবাল, তাসকিন আহমেদ, রুবেল হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদি হাসান মিরাজ, সাব্বির রহমান, মুস্তাফিজুর রহমান।


আর্জেন্টিনা সমর্থক: সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মুমিনুল হক, নুরুল হাসান সোহান, শামসুর রহমান, নাসির হোসেন, মাশরাফী বিন মোর্ত্তজা, শাহরিয়ার নাফিস ও আব্দুর রাজ্জাক।


পর্তুগাল সমর্থক: সৌম্য সরকার।


স্পেন সমর্থক: এনামুল হক বিজয়।


সূত্রঃ আরটিভি অনলাইন