আগামী জানুয়ারির প্রথম সপ্তাহেই শুরু হবে বিপিএলের নবম আসর। পরবর্তী আসরে সরাসরি কোনো দলের সঙ্গে চুক্তিবদ্ধ হতে পারেননি দুই সিনিয়র মুশফিকুর রহিম এবং মাহমুদউল্লাহ রিয়াদ। সঙ্গী হয়েছেন লিটন দাসও। তবে দল পেয়েছেন মাশরাফি-সোহানরা।
একজন তো আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বিদায় বলেছেন, অন্যজন অধিনায়কত্ব হারিয়ে দল থেকে বাদ পড়েছেন। একসময় প্রতিটা দলের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকতে তারা এখন সেই দিন ফুরিয়েছে। তবে আশ্চর্যের বিষয় হলো, চলতি বছর রানের বন্যা বইয়ে দেওয়া লিটন দাসকেও কোনো দল সরাসরি সাক্ষর করায়নি।
আজ শনিবার সাতটি দলের সরাসরি সাক্ষরকৃত দেশীয় ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে আছেন মাশরাফি বিন মুর্তজা, তামিম ইকবাল কিংবা সাকিব আল হাসানের মতো সিনিয়র ক্রিকেটার, তেমনই আছেন আফিফ হোসেন ধ্রুবর মতো তরুণরা।
তবে মুশফিক, মাহমুদউল্লাহদের অপেক্ষা করতে হচ্ছেনা বেশি দিন। সরাসরি দল না পেলেও ড্রাফটে তাদের লুফে নিতে চাইবে দলগুলো। বিপিএলের ড্রাফট তো কড়াই নাড়ছে দরজায়।
সূত্রঃ স্পোর্টসজোন২৪