বিশ্বকাপ ব্যর্থতায় পুরো নির্বাচক প্যানেল বরখাস্ত করল ভারত। বিশ্বকাপে ব্যর্থতার দায়ে নজিরবিহীন এই সিদ্ধান্ত নেয় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। মেয়াদ শেষ হওয়ার আগেই চেতন শর্মার নেতৃত্বাধীন জাতীয় নির্বাচক কমিটিকে বরখাস্ত করেছে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর বোর্ড।
অবিলম্বে নতুন নির্বাচক কমিটি গড়ার প্রস্তুতিও শুরু করে দিয়েছে তারা। এজন্য ১০ দিনের মধ্যে নির্বাচক হতে ইচ্ছুক সাবেক ক্রিকেটারদের আবেদন জানানোর অনুরোধ জানিয়েছে।
শুক্রবার (১৮ নভেম্বর) আবেদনপত্র চেয়ে এক বিজ্ঞপ্তি জারি করেছে বিসিসিআই। উল্লেখ্য' টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে ১০ উইকেটে বিধ্বস্ত হয়।
সূত্রঃ যায় যায় দিন