বিপিএলে খেলতে আসছেন ভারতীয় ক্রিকেটার

ক্রিকেট দুনিয়া November 18, 2022 982
বিপিএলে খেলতে আসছেন ভারতীয় ক্রিকেটার

এবার পাকিস্তানে ক্রিকেটারদের পাশাপাশি বিপিএলে দেখা যাবে ভারতীয় ক্রিকেটারদেরকে। প্রথমবারের মত বিপিএলে অংশ নিতে যাচ্ছেন ভারতীয় ক্রিকেটার উন্মক্ত ভারত ঠাকুর চাঁদ।


বিপিএলের ড্রাফটে নাম দিয়েছেন ভারতীয় এই ক্রিকেটার। ২০১২ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে চাঁদের নেতৃত্বে ভারত চ্যাম্পিয়ন হয়। ঘরোয়া টি-টোয়েন্টি খেলেছেন ৭৯টি। রান আছে ১ হাজার ৬০০। ফিফটি আছে ৫টি, সেঞ্চুরি আছে ৩টি।


এছাড়াও বিগব্যাশে তিনি মেলবোর্ন রেনেগেডসের হয়ে খেলেছেন। তাছাড়াও আইপিএলে দিল্লি ডেয়ারডেভিলস এবং মুম্বাই ইন্ডিয়ান্সের মতো দলের হয়ে খেলেছেন তিনি। চাঁদ এর আগে ঢাকা প্রিমিয়ার লিগে তিন মৌসুম খেলেছেন। বিপিএলের ড্রাফটে এই প্রথম।


ভারতীয় ক্রিকেট বোর্ড তাদের খেলোয়াড়দের অন্য কোন লিগে খেলতে দেয় না। কিন্তু চাঁদ বিপিএল খেলার জন্য বিসিসিআইয়ের কোন নিয়ম ভাঙেনি। মূলত তিনি ভারত ছেড়ে আমেরিকায় পাড়ি জমিয়েছেন। সেখানকার ঘরোয়া ক্রিকেট লিগে নিয়মিত খেলছেন।


সূত্রঃ বাংলাওয়াশ ক্রিকেট