বিশ্বকাপের শুরুর আগমূহুর্তে আর্জেন্টিনা দলে দুঃসংবাদ

ক্রিকেট দুনিয়া November 18, 2022 549
বিশ্বকাপের শুরুর আগমূহুর্তে আর্জেন্টিনা দলে দুঃসংবাদ

কাতার বিশ্বকাপ শুরু হতে বাকি মাত্র দিন দুয়েক। তবে এর আগে আর্জেন্টিনা শিবিরে বড় দুঃসংবাদ। ছিটকে গেছেন দলের দুই ফুটবলার। সেই দুই ফুটবলার হলেন নিকো গঞ্জালেস ও হোয়াকিন কোরেয়া। তাদের পরিবর্তে নতুন দুই ফুটবলার অন্তর্ভুক্ত করা হয়েছে স্কোয়াডে।


সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ শেষেই আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি ইঙ্গিত দিয়েছিলেন বিশ্বকাপ স্কোয়াডে পরিবর্তনের ইঙ্গিত। এবার ইনজুরির কারণে সেই পরিবর্তন আনা নিশ্চিত করলো আলবিসেলেস্তারা।


দলের দুই উইঙ্গার নিকো গঞ্জালেস ও হোয়াকিন কোরেয়া ছিটকে গেছেন বিশ্বকাপ থেকে। এক বিবৃতিতে আর্জেন্টিনা ফুটবল এসোসিয়েশন জানিয়েছে, অনুশীলনের সময় পেশিতে ছোট পেয়েছেন গঞ্জালেস। আর কোরেয়ার ঠিক কিসের চোটে পড়েছেন, সেটা জানানো হয়নি।


তাদের দুজনের পরিবর্তে ভিন্ন দুই ফুটবলারকে স্কোয়াডে ডেকেছে আর্জেন্টিনা। সেই দুজন হলেন থিয়াগো আলমাদা ও অ্যাঞ্জেল কোরেয়া। এর মধ্যে ২১ বছর বয়সী আলমাদা মেজর সকার লিগের দল আটলান্টা ইউনাইটেডের হয়ে খেলেন। চলতি বছরে সেপ্টেম্বরে ডাক পেয়েছেন, আর্জেন্টিনা দলে। আর অ্যাঞ্জেল কোরেয়া খেলেন স্প্যানিশ ক্লাব অ্যাতলেটিকো মাদ্রিদের হয়ে। কোপা আমেরিকা জয়ী দলের অন্যতম সদস্য ছিলেন তিনি।


বিশ্বকাপ স্কোয়াদ ঘোষণার আগে সবচেয়ে বড় দুঃসংবাদটি পেয়েছিল আর্জেন্টিনা। দলের তারকা মিডফিল্ডার লো সেলসো ছিটকে ইনজুরির কারণে। এবার আরও দুই খেলোয়াড়কে হারালো দুই বারের বিশ্ব চ্যাম্পিয়নরা।