নিলামের আগে মুস্তাফিজুর রহমানের দল দিল্লি ক্যাপিটালস ছেড়ে দিচ্ছে ৫ ক্রিকেটারকে। গত মৌসুমে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছিলেন মুস্তাফিজুর রহমান।
যেখানে প্রত্যাশা অনুযায়ী পারফরম্যান্স করতে পারেননি তিনি। তবে মুস্তাফিজুর রহমানকে ছাড়ছে না দিল্লী। জানা গেছে নিলাম এর আগে পাঁচ ক্রিকেটারকে ছেড়ে দিয়েছে দিল্লি। পাঁচ ক্রিকেটার শার্দুল ঠাকুক, টিম সেইফার্ট, অশ্বিন হেব্বার, কেএস ভরত, মানদীপ সিং।
পারফরম্যান্স বিচার করেই তাদের ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে দলটি। এর মধ্যে রয়েছে ভারতের প্রথম সারির অলরাউন্ডার শার্দুল ঠাকুর। গত বছর আইপিএলের নিলামে ১০.৭৫ কোটি টাকা দিয়ে শার্দুলকে কিনেছিল দিল্লি।
সবশেষ আইপিএলে ১৪টি ম্যাচ খেলে ১৫টি উইকেট নিয়েছিলেন শার্দুল। ওভার প্রতি দিয়েছিলেন ১০ রান। ব্যাট হাতেও সাফল্য পাননি এই অলরাউন্ডার। ১০.৮১ গড়ে করেছিলেন ১২০ রান। তার স্ট্রাইকরেট ছিল ১৩৭.৯৩।
এমনকি টুর্নামেন্ট চলাকালীন সময় তাকে বিক্রি করতে চেয়েছিল দিল্লি। কিন্তু বিপুল দামের জন্য আইপিএলের কোনো ফ্র্যাঞ্চাইজিই তাকে নিতে আগ্রহ দেখায়নি। তাই শার্দুলকে ছেড়ে দেয়ার সিদ্ধান্তই নিয়েছে তারা।
দিল্লি ক্যাপিটালসঃ রিটেইন : মুস্তাফিজুর রহমান, ঋষভ পান্ত, ডেভিড ওয়ার্নার, পৃথ্বী শ, রিপাল প্যাটেল, রভম্যান পাওয়েল, সরফরাজ খান, ইয়াস ধুল, মিচেল মার্শ, অক্ষর প্যাটেল, এনরিক নরকিয়া, চেতন সাকারিয়া, কমলেশ নাগরকোটি, খলিল আহমেদ, লুঙ্গি এনগিদি, আমান খান, কুলদীপ যাদব, প্রবিন দুবে, ভিকি ওস্তওয়াল।
রিলিজ- শার্দুল ঠাকুক, টিম সেইফার্ট, অশ্বিন হেব্বার, কেএস ভরত, মানদীপ সিং।