সিরিজ হারের পর আইসিসি থেকে শাস্তিও পেলো বাংলাদেশ দল

ক্রিকেট দুনিয়া August 9, 2022 1,132
সিরিজ হারের পর আইসিসি থেকে শাস্তিও পেলো বাংলাদেশ দল

৩ ম্যাচ সিরিজের শেষ ম্যাচটি এখনও বাকি। তার আগেই সিরিজ হার নিশ্চিত হওয়া বাংলাদেশ দলকে জরিমানা করেছে আইসিসি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি জানিয়েছে- হারারেতে রবিবার জিম্বাবুয়ের বিপক্ষে ২য় ওয়ানডেতে স্লো ওভার রেটের জন্য বাংলাদেশ দলকে তাদের ম্যাচ ফি’র ৪০ শতাংশ জরিমানা করা হয়েছে।


নির্ধারিত সময়ের মধ্যে বাংলাদেশ দল ২ ওভার কম করতে পারে। তাই তামিম ইকবালের দলকে শাস্তির আওতায় আনেন আইসিসির এলিট প্যানেলের ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট।


আইসিসি কোড অব কন্ডাক্টের অনুচ্ছেদ নম্বর ২.২২ এ আছে নির্ধারিত সময়ের মধ্যে প্রতি ওভার কম করার জন্য ম্যাচ ফি’র ২০ শতাংশ জরিমানা হবে। বাংলাদেশ ২ ওভার কম করায় জরিমানা হয়েছে ৪০ শতাংশ।


অনফিল্ড আম্পায়ার ফরস্টার মুতিজওয়া ও ল্যাংটন রুসেরে, তৃতীয় আম্পায়ার ইকনো ছাবি ও চতুর্থ আম্পায়ার ক্রিস্টোফার ফিরি অভিযোগ আনেন, যা আমলে নিয়ে শাস্তি দেন ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট।


বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল এই অভিযোগ স্বিকার করে শাস্তি মেনে নিয়েছেন। তাই আনুষ্ঠানিক শুনানির দরকার পড়েনি।


সূত্রঃ ক্রিকেট৯৭