এবার মুশফিকের মানবিকতায় মুগ্ধ ক্রিকেটাঙ্গন

ক্রিকেট দুনিয়া May 15, 2022 1,305

ম্যাচের ৮১ তম ওভারে দিনেস চান্দিমালের পিঠে ব্যথা অনুভব হলে

কিছুখনের জন্য খেলা বন্ধ করে দেন আম্পায়ার ।


এ সময় দুই আম্পায়ার লক্ষ করেন পিচের বোলিং প্রান্তের জায়গা থেকে কিছুটা মাটি সরে গিয়েছে ।


আর তখনই ডাকা হয় মাঠ কর্মীদের । কিন্ত মাঠ কর্মীদের ঠেলা গাড়ির সামনের চাকাটি অতিরিক্ত ওজনের হওয়াতে মাঠে প্রবেশ করতে পারছিল না । অন্য আরেকজনের প্রয়োজন হয় ঠেলাগাড়িটি উঁচু করে মাঠে প্রবেশ করানোর জন্য ।


এমন অবস্থায় বিষয়টি নজরে আসে সেখানে থাকা ফিল্ডার মুশফিকুর রহিমের । আর তখনই সাহায্যের জন্য এগিয়ে আসেন তিনি ।


এরপর মুশফিক কোন দ্বিধাবোধ না করে ঠেলা গাড়িটি মাঠে প্রবেশ করাতে সাহায্য করেন । যে ব্যাপারটি ছিল অসাধারন । মুশফিকের এমন মানবিকতায় সত্যি তার প্রতি সম্মানটা বেড়ে যায় । কোন কাজকে ছোট করে না দেখা মুশফিকের এমন মহাত্মাকে সম্মান দিচ্ছে ক্রিকেট প্রেমিরা । মুশফিকের এমন কাজ সত্যি প্রশংসার যোগ্য ।


কিছুদিন আগে মা ছেলের ক্রিকেট খেলার একটা ভিডিও ভাইরাল হয় । ভাইরাল হওয়া সেই ছেলেটিকে ব্যাট জার্সি দিয়ে পাশে দাঁড়ায় মুশফিক,


বাড়ির দারোয়ানদের সাথেও মুশফিকের দারুন সম্পর্ক , বিভিন্ন সময় হাসি মুখে তাদের খোঁজ খবর নিতে দেখা যায় মুশফিককে ।


ইসলামিক দিক দিয়েও বেশ এগিয়ে মুশফিক , নামাজের সময় ইমামতী ও করতে দেখা যায় তাকে । খেলা চলাকালীন সময়ের নামাজও কাযা করেন না তিন , রমজান মাসে খেলেন রোজা রেখে ।


সব দিক দেখে আপনি বলতেই পারেন মানবিক একজন মানুষ আমাদের মুশফিক ।