আইপিএলে ৪১ তম ম্যাচে মুখোমুখি হয় দিল্লি ক্যাপিটালস ও কলকাতা নাইট রাইডার্স !!
মুম্বাইয়ের ওয়াংখেড় স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন দিল্লীর অধিনায়ক রিশভ পান্ট।
ফিল্ডিংয়ে নেমে এবারও মোস্তাফিজকে দিয়ে বোলিং আক্রমণ শুরু করেন তিনি ।।
প্রথম ওভারে দুর্দান্ত বল করেন মুতাফিজ ।
প্রথম দুই বল ডট ৩য় বলে হজম করেন ৪ রান ।
শেষের ৩ বলে ১ রান দিয়ে সবমিলিয়ে মুস্তাফিজ এই ওভারে দেন ৫ রান।
ষষ্ঠ ওভারে আবারও ফিজকে আক্রমণে আনেন দিল্লি অধিনায়ক পণ্ট।
পাওয়ার প্লেলের শেষ ওভারে মাত্র ৫ রান খরচ হয় মুস্তাফিজের !!
২য় স্পেলে ১৭তম ওভারে এসে ১০ রান দেন মুস্তাফিজ ।
এই ওভারে প্রথম ৩ বলে ১ রান দিলেও শেষের ৫ বলে হজম করেন ২ টি চার ।
মুস্তাফিজ ভেলকি শুরু হয় ইনিংসের শেষ ওভারে ।
এই ওভারে ২ রান দিয়ে তুলে নেন ৩ টি উইকেট ।
ওভারের ১ম বলে দেন ১ রান, ২য় বলে তুলে নেন রিংকু সিংয়ের উইকেট ।
তৃতীয় বল থেকে লেগ বাই সূত্রে এক রান দিলেও !!
এরপর ৪র্থ ও ৫ম বলে নিতিস রানা ও সাউদিকে আউট করেন তিনি ।
এ দিন ৪ ওভারে মাত্র ১৮ রান দিয়ে ৩ টি উইকেট পান মুস্তাফিজ।
দিল্লীর বোলারদের তোপের কলকাতা মাত্র ১৪৬ রানের পুজি পায় ।