আমার কোন লবিং নেই, তাই দল থেকে বাদ পড়েছি : রাহী

ক্রিকেট দুনিয়া April 26, 2022 1,008
আমার কোন লবিং নেই, তাই দল থেকে বাদ পড়েছি : রাহী

শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টের ১৬ সদস্যের দলে নেই রাহী। অথচ দলে থাকবেন ধরে নিয়ে দক্ষিণ আফ্রিকা থেকে ফিরে ব্যক্তিগতভাবে অনুশীলন করছিলেন। বাদ পড়ার খবরটা তাই হতাশাজনকই তাঁর জন্য, ‘খবরটা শুনে খারাপ লেগেছে। দলে থাকব ভেবে সেভাবেই নিজেকে তৈরি করছিলাম।’


অভিজ্ঞতায় রাহী এগিয়ে থাকার পরও তাঁকে না রেখে দলে রাখা হয়েছে টেস্ট অভিষেকের অপেক্ষায় থাকা শহীদুল ইসলাম আর রেজাউর রহমানকে। জায়েদের জন্য এটা যেন বাদ পড়ার চেয়েও বড় ধাক্কা, ‘দলে চোটের সমস্যা থাকায় ভেবেছিলাম আমি দলে থাকব। সেটা না হওয়ায় অবাকই হয়েছি।’


রাহীর বাদ পড়ার সঙ্গে অবশ্য পারফরম্যান্সের কোনো সম্পর্ক নেই। পরিসংখ্যান তো বরং বলছে, তিনিই বাংলাদেশের সেরা টেস্ট বোলার। ১৩ ম্যাচ খেলে ১৮ ইনিংসে বল করে নিয়েছেন ৩০ উইকেট। ৩৭ গড়ে উইকেট নেওয়া জায়েদ বাকিদের থেকে এগিয়ে থাকলেও এক বছর ধরে তিনিই টেস্ট দলে সবচেয়ে অনিয়মিত।


না খেলেই বাদ পড়ার কষ্টটা জায়েদের কথায় স্পষ্ট, ‘দলের সঙ্গে থেকেও ম্যাচ খেলতে পারছি না। জাতীয় দলে থাকায় ঘরোয়া ক্রিকেটও খেলা হচ্ছে না। সব দিক থেকেই আমার ক্ষতি হয়ে গেল।’


সিম আর সুইং বোলিংটা ভালো পারলেও রাহী জাতীয় দলের অন্য পেসারদের তুলনায় গতি ও উচ্চতায় পিছিয়ে। ঘরের মাঠের পেস-বিরুদ্ধ উইকেটে একটা সময়ের পর তাই জায়েদের বোলিংটা আর কার্যকর থাকে না।


রাহী অবশ্য সেটি মানতে রাজি নন। ঘরের মাঠে নিজের বোলিং গড়ের (৩২) উদাহরণ টেনে বলছিলেন, ‘আমার রেকর্ড দেখুন, দেশের বাইরের চেয়ে দেশে রেকর্ড ভালো। আর যদি দেশে না–ই খেলি, অন্তত দেশের বাইরে সুযোগ হতে পারত। কিন্তু দক্ষিণ আফ্রিকায় প্রস্তুতি ম্যাচে ৩ উইকেট নেওয়ার পরও আমার সুযোগ হয়নি।’


কেন হয়নি, সেটা বলতে গিয়ে যেন মনের একটা ক্ষোভই উগরে দিলেন এই পেসার, ‘আমার লবিং নেই, আমার সঙ্গে যা হচ্ছে, তা নিয়ে কথা বলার কেউ নেই।’ জায়েদের এমন ক্ষোভ অস্বাভাবিক নয়। কারণ, বাদ দেওয়ার আগে তাঁর সঙ্গে একবার আলোচনাও করেননি নির্বাচকেরা।


সূত্রঃ প্রথম আলো অনলাইন