আমার বাদ পড়ার পেছনে অন্য কাহিনী আছে : রাহী

ক্রিকেট দুনিয়া April 26, 2022 956
আমার বাদ পড়ার পেছনে অন্য কাহিনী আছে : রাহী

ঘরের মাঠে সর্বশেষ দুই টেস্টে ১০টি উইকেট শিকার করেছেন আবু জায়েদ রাহী। তারপরেও শ্রীলঙ্কা সিরিজের প্রথম টেস্ট ম্যাচে রয়েছেন স্কোয়াডের বাহিরে। কিন্তু কেন তাকে নেওয়া হলো না সেটির উত্তর খুঁজে পাচ্ছেন না রাহী।


তবে রাহীকে কেন শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে দলে রাখা হয়নি সেই প্রসঙ্গে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানিয়েছেন, 'রাহির ব্যাপারটা হলো ঘরের মাঠে খেলা, যখন বাড়তি সুইং দরকার হয়, বিদেশের মাটিতে ওকে নিয়ে আমরা চিন্তা করি।'


কিন্তু প্রধান নির্বাচকের এই কথা মানতে নারাজ রাহী। বাদ পড়ার পেছনে অন্য কাহিনী আছে বলে সন্দেহ করছেন তিনি।


বাদ পড়ার প্রসঙ্গে রাহী জানিয়েছেন, ‘এই গতি নিয়েই আমি মিরপুরে শেষ দুই টেস্টে ১০ উইকেট নিয়েছি। আমার মনে হয় না গতি কোনো ইস্যু। এখানে অন্য কোনো কাহিনি থাকতে পারে।’


তিনি আরও বলেন, ‘এই গতি নিয়েই আমি ১৩ ম্যাচে ৩৪ (আসলে ৩০) উইকেট নিয়েছি। আমি জানি না কোথা থেকে হঠাৎ করে এই গতির বিষয়টি চলে এলো।’


উল্লেখ্য, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা সফরে দলের সঙ্গে ছিলেন রাহী। কিন্তু চার ম্যাচের একটিতেও মাঠে নামা হয়নি ডানহাতি পেসারের। - ডেইলি ক্রিকেট