শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে খেলছেন না মিরাজ

ক্রিকেট দুনিয়া April 25, 2022 409
শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে খেলছেন না মিরাজ

শ্রীলঙ্কা সিরিজের আগে একের পর এক চোটে পড়ছেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। তাসকিন আহমেদ তো চোটের কারণে প্রথম টেস্টের স্কোয়াডেই নেই। এবাদত হোসেন ও শরিফুল ইসলামের পর সর্বশেষ চোট পেয়েছেন মুশফিকুর রহিম ও মেহেদী হাসান মিরাজ।


মুশফিকের চোট গুরুতর না হলেও বেকায়দায় ফেলেছে মিরাজের চোট। ডিপিএলের সুপার লিগে শেখ জামাল ধানমন্ডির হয়ে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে ফিল্ডিংয়ের সময় মিরাজ গুরুতর আঘাত পান।


ইনিংসের ১৮তম ওভারে সানজামুল ইসলামের বল স্ট্রাইকে থাকা তামিম তুলে মারেন। সেখানে ফিল্ডার মিরাজ ক্যাচ ধরতে গিয়ে ব্যথা পান আঙুলে। পরে জানা যায়, চিড় ধরেছে আঘাতের জায়গায়।


এতে মিরাজ ডিপিএল থেকে তো ছিটকে গেছেন বটেই, শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টও খেলা হচ্ছে না তার। দ্বিতীয় টেস্টে খেলা নিয়েও আছে শঙ্কা। বর্তমানে তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মেডিকেল টিমের তত্ত্বাবধানে রয়েছেন। চিকিৎসক প্যানেলের পর্যবেক্ষণে বেশ কিছু দিন পর্যবেক্ষণে থাকতে হবে তাকে।


মিরাজের অনুপস্থিতিতে টিম ম্যানেজমেন্ট আস্থা রাখতে পারে আরেক স্পিনার নাঈম হাসানের ওপর। - বিডিক্রিকটাইম