জাতীয় দলের নির্বাচকদের সুনজরে পড়বেন কি বিজয়?

ক্রিকেট দুনিয়া April 18, 2022 421
জাতীয় দলের নির্বাচকদের সুনজরে পড়বেন কি বিজয়?

ডিপিএলে এনামুল হক বিজয়কে রান মেশিন বলা যেতে পারে। অর্ধশতক বা শতক তাঁর কাছে যেন কোন ব্যাপারই না। প্রায় ম্যাচেই পাচ্ছেন বড় রানের দেখা। এখন পর্যন্ত ১১ ম্যাচ খেলে ৮০৫ রান করেছেন। রয়েছে ছয় ফিফটি ও তিনটি শতক।


আজ থেকে শুরু হয়েছে ডিপিএল সুপার লিগের খেলা। মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে প্রাইম ব্যাংক ও আবাহনী। এই ম্যাচে ব্যাট হাতে উড়তে থাকা বিজয় ৭৭ রানের এক ঝকঝকা ইনিংস খেলেছেন।


দীর্ঘ দিন ধরে জাতীয় দলের বাহিরে আছেন বিজয়। তাই ব্যাট হাতে ফর্মে ফেরাটা তাঁর বড্ড প্রয়োজন ছিলো। এই মুহুর্তে জাতীয় দলে জায়গা পাওয়াটা খুব একটা সহজ নয়। কঠিন সেই পথ অতিক্রম করার জন্যই হয়তো বিধ্বংসী ব্যাটিং করছেন বিজয়।


বিজয়ের এই পারফরম্যান্স হয়তো নির্বাচকদের নজর এড়াবে না। সামনে শ্রীলঙ্কা সিরিজে হয়তো স্কোয়াডে বিজয়কে রাখতে পারে। এখন দেখার বিষয় বিজয়ের ব্যাটিং কতটুকু মন জয় করতে পেরেছে নির্বাচকদের। - ডেইলি ক্রিকেট