আবারও পন্টিংয়ের কাছ থেকে ‘ম্যান অব দ্যা ম্যাচ’ পুরস্কার পেলেন মুস্তাফিজ

ক্রিকেট দুনিয়া April 15, 2022 592
আবারও পন্টিংয়ের কাছ থেকে ‘ম্যান অব দ্যা ম্যাচ’ পুরস্কার পেলেন মুস্তাফিজ

দিল্লি ক্যাপিটালসে নিজের অপরিহার্যতা প্রমাণ করে দ্রুতই মধ্যমণি হয়ে উঠছেন 'দ্য ফিজ', যার প্রমাণ রেখেছেন প্রথম তিন ম্যাচেই দারুণ বোলিং করে। দলের হেড কোচ রিকি পন্টিংও মুগ্ধ মুস্তাফিজে। হেড কোচের কাছ থেকে টানা দ্বিতীয়বারের মতো জিতে নিলেন পুরস্কারও।


মাঠের পারফর্মারদের অনুপ্রাণিত করতে প্রতি ম্যাচ শেষেই আলাদাভাবে ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার দেন

দিল্লির হেড কোচ রিকি পন্টিং।


প্রথম ম্যাচের পর সবশেষ ম্যাচে কলকাতার বিপক্ষে ব্যাটিং স্বর্গে দুর্দান্ত বল করে আবারও জিতে নিয়েছেন

‘চেঞ্জড রুম ম্যান অব দ্য ম্যাচ’ পুরস্কার। কাটার মাস্টারের হাতে সেই পুরস্কার তুলে দিয়েছেন খোদ কিংবদন্তি রিকি পন্টিং।


মুস্তাফিজের হাতে বিশেষ এ পুরস্কার তুলে দেওয়ার মুহূর্তটির ভিডিও বৃহস্পতিবার দিল্লির অফিসিয়াল ফেসবুকে শেয়ার করা হয়।


দিল্লির ড্রেসিংরুমে সতীর্থদের সামনে তাকে ম্যাচসেরা ঘোষণা করে পুরস্কৃত করেন দলটির হেড কোচ রিকি পন্টিং। পুরস্কার পেয়ে আবেগাপ্লুত মুস্তাফিজের আনন্দ আরও বেড়ে গেছে পন্টিংয়ের মতো গ্রেটের হাত থেকে পেয়ে। তৃপ্তির সঙ্গে সঙ্গে অনুপ্রাণিতও বোধ করছেন মুস্তাফিজ । এবার দ্বিতীয়বারের মতো পেলেন একই সম্মাননা।