২০১২ সালে ওয়ানডেতে অভিষেক হয় এনামুল হক বিজয়ের। এরপর ফর্ম ওঠানামার কারণে জাতীয় দল থেকে ছিটকে যান। সবশেষ ২০১৯ সালে জাতীয় দলের জার্সিতে শেষ ম্যাচ খেলেছেন বিজয়।
তবে চলমান ডিপিএলে দারুণ ফর্মের জন্য তাকে জাতীয় দলে ফেরানোর পক্ষে আওয়াজ তুলছেন অনেকেই। যে তালিকায় আছেন খোদ বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজাও।
এদিকে, নির্বাচক আব্দুর রাজ্জাকও শোনালেন আশার কথা। গণমাধ্যমকে তিনি জানান, ডিপিএলে ভালো পারফর্ম করাদের বিবেচনায় রাখছেন তারা।
তিনি বলেন, ‘বিজয় খুব ভালো সময় কাটাচ্ছে। এই প্রিমিয়ার লিগটায় ও আউটস্ট্যান্ডিং। প্রত্যেক খেলোয়াড়ই বিবেচনায় থাকার মত। সেই সঙ্গে এটাও দেখতে হয় কোন জায়গায় কখন কোন খেলোয়াড়কে নিতে হবে। বা তার জায়গায় কে কে আছে, কে কে খেলছে।’
রাজ্জাক আরও বলেন, ‘আমরা চেষ্টা করব, যারা ভালো করবে তাদের সংস্পর্শে রাখার। তাতে দলের প্রয়োজন অনুযায়ী যেন যে কাউকে পাওয়া যায়।’
সূত্রঃ স্পোর্টসজোন২৪