সাকিবের দাবি মানল আইসিসি, টেস্টে ফিরছে নিরপেক্ষ আম্পায়ার

ক্রিকেট দুনিয়া April 10, 2022 1,213
সাকিবের দাবি মানল আইসিসি, টেস্টে ফিরছে নিরপেক্ষ আম্পায়ার

বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকার মধ্যকার প্রথম টেস্ট ম্যাচে আম্পায়ারদের একের পর এক বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে শুরু হয়েছিল নানা সমালোচনা। যেখানে চোখ হয়েছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান সহ বিসিবির বেশ কয়েকজন কর্মকর্তা।


এমনকি ডারবান টেস্টে অনফিল্ড আম্পায়ারদের একের পর এক ভুল সিদ্ধান্ত নিয়ে আইসিসির কাছে লিখিত অভিযোগ দেওয়া হবে বলেও জানানো হয় বিসিবির পক্ষ থেকে। সদ্য শেষ হওয়া বোর্ড মিটিংয়ে সেই দাবি হয়েছে পূরণ।


করোনার প্রকোপ কমতে থাকায় ক্রিকেট খেলুড়ে দেশগুলোতে ভ্রমণে কড়াকড়ি এখন আর নেই বললেই চলে। তাতে করে দ্বিপাক্ষিক টেস্ট সিরিজে একজন স্বাগতিক অনফিল্ড ও আরেকজন নিরপেক্ষ অনফিল্ড আম্পায়ার দায়িত্ব পালন করবেন।


টিভি আম্পায়ারও হবেন নিরপেক্ষ, চতুর্থ আম্পায়ার স্থানীয়। আগের মতোই টেস্টে ম্যাচ রেফারি থাকবেন নিরপেক্ষ। তবে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে চারজন ম্যাচ অফিসিয়ালের প্রত্যেকে থাকবেন স্থানীয়।


সূত্রঃ অনলাইন