মুস্তাফিজকে দেখে বাংলায় যা বললেন ডেভিড ওয়ার্নার

ক্রিকেট দুনিয়া April 10, 2022 13,809

মোস্তাফিজুর রহমানকে খুব কাছে থেকেই চেনেন ডেভিড ওয়ার্নার। দুইজনের মধ্যে খুবই ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। যা এখনো বিরাজমান। ২০১৭ সালের পর মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দেয় সানরাইজার্স হায়দ্রাবাদ।


এরপর গত আসরেও হায়দ্রাবাদকে বিদায় বলে দিয়েছেন ডেভিড ওয়ার্নার। তবে আবারও একই দলে ফিরেছেন এই দুই ক্রিকেটার। দিল্লি ক্যাপিটালস সেরা হয়েও ইতিমধ্যেই একসাথে খেলেছেন এই দুইজন। এবার মুস্তাফিজকে দেখে আবারো মোস্তাফিজুর এর সাথে বাংলায় কথা বললেন ডেভিড ওয়ার্নার।


দিল্লি ক্যাপিটালস এর অফিসিয়াল ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করে তারা। টিম বাসে সেখানে মুস্তাফিজের সাথে বাংলায় কথা বলেন ডেভিড ওয়ার্নার। ভিডিওতে দেখা যায় মুস্তাফিজকে দেখে ডেভিড ওয়ার্নার বাংলায় বলেন, “কেমন আছো? আমি তোমাকে ভালোবাসি। গুড টু সি ইউ”।