গালি ও বিতর্কিত আম্পায়ারিংয়ের প্রশ্নে যা বললেন প্রোটিয়া অধিনায়ক

ক্রিকেট দুনিয়া April 8, 2022 804
গালি ও বিতর্কিত আম্পায়ারিংয়ের প্রশ্নে যা বললেন প্রোটিয়া অধিনায়ক

প্রথম টেস্টের পর সংবাদ সম্মেলনে স্লেজিংয়ের নামে গালাগালি করেছিলেন প্রোটিয়া দল এমন দাবি তুলেছিলেন টাইগার দলপতি মুমিনুল হক। তবে দ্বিতীয় টেস্টে আগে বাংলাদেশ অধিনায়কের অভিযোগ উড়িয়ে দিয়েছেন প্রোটিয়া অধিনায়ক ডিন এলগার। উল্টো অভিযোগ করেছেন, স্লেজিং করেছিল বাংলাদেশই, দক্ষিণ আফ্রিকা শুধু সেটার জবাব দিয়েছিল।


পোর্ট এলিজাবেথ টেস্টের আগের দিন বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এলগার জানান, 'আমার মনে হয় না তারা ঠিক বলেছে। আমরা প্রতিদ্বন্দিতাপূর্ণ ক্রিকেট খেলি। যদি কিছু হয়ে থাকে সেটার শিকার আমরাও হয়েছিলাম। আমরাও ব্যাট করার সময় স্লেজিংয়ের শিকার হয়েছিলাম।'


স্লেজিংয়ে গালাগালি করেননি দাবি করে এলগার বললেন, 'আমরা খারাপ ভাষায় কথা বলিনি, খেলোয়াড়দের প্রতি আমার গৌরব ধরে রাখার বার্তা ছিল। আমাদের সম্মানহানি হোক, এমন কিছু করতে চাইনি, আমি খুব বাজে কোনো স্লেজিং হতেও দেখিনি। ওদের পক্ষ থেকেও দেখিনি। এটাই টেস্ট ক্রিকেট।'


ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে আম্পায়ার প্রসঙ্গে এলগার জানান, 'আম্পায়ারিং ছিল কঠিন। আমার মনে হয় না তারা পিচ থেকে সাহায্য পেয়েছে। বিশেষ করে বাউন্সের উঠা-নামা তাদের চ্যালেঞ্জে ফেলেছে। এরাসমাস ও আদ্রিয়ান টেস্ট পরিচালনা শুরু করেছেন, অবশ্যই তারা খারাপ আম্পায়ার না। দিনশেষে তারাও মানুষ, কিছু ভুল হতেই পারে। আম্পায়ার যেই সিদ্ধান্ত দেন সেটাকে আমাদের শ্রদ্ধা জানাতে হবে।'


সূত্রঃ সমকাল অনলাইন