লখনৌর বিপক্ষে মাঠে নামছে দিল্লি, দেখে নিন দু'দলের সম্ভাব্য একাদশ

ক্রিকেট দুনিয়া April 7, 2022 4,947
লখনৌর বিপক্ষে মাঠে নামছে দিল্লি, দেখে নিন দু'দলের সম্ভাব্য একাদশ

আইপিএলের এবারের আসরে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলছেন বাংলাদেশ দলের বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান। এবারের আসরে দিল্লির জার্সিতে নিজের অভিষেক ম্যাচেই ঝলক দেখিয়েছেন তিনি। ৪ ওভারে ২৩ রান খরচ করে তুলে নেন ৪ উইকেট।


তবে মুস্তাফিজের নজরকাড়া পারফরম্যান্সের পরেও জয় পায়নি তার দল। এদিকে আজ বৃহস্পতিবার (৭ এপ্রিল) আইপিএলের নতুন দল লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে মাঠে নামবে মুস্তাফিজের দিল্লি। বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ম্যাচটি।


প্রথম ম্যাচে দুর্দান্ত পারফর্ম করায় আজকের ম্যাচের একাদশে দেখা যাবে মুস্তাফিজকে। এছাড়াও আজ তার কাছ থেকে দলের প্রত্যাশাও থাকবে বেশি। এখন পর্যন্ত দুই ম্যাচ খেলে একটিতে জয় ও একটিতে হেরেছে দিল্লি। তারা পয়েন্ট টেবিলের সাতে রয়েছে। অন্যদিকে দুই জয়ে টেবিলের পাঁচে আছে লখনৌ।


দিল্লি ক্যাপিট্যালস সম্ভাব্য একাদশ: ডেভিড ওয়ার্নার, পৃথ্বি শ্ব, ইয়াশ ঢুল/মানদ্বীপ সিং, রিশাভ পান্ত (অধিনায়ক, উইকেটরক্ষক), ললিত যাদব, রভম্যান পাওয়েল, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, এনরিক নরকিয়া ও মোস্তাফিজুর রহমান।


লখনৌ সুপার জায়ান্টস সম্ভাব্য একাদশ: লোকেশ রাহুল (অধিনায়ক), কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), এভিন লুইস, মার্কাস স্টয়নিস, দীপক হুদা, আয়ুশ বাদোনি, ক্রুনাল পান্ডিয়া, জেসন হোল্ডার, অংকিত রাজপুত, রবি বিষ্ণুই ও আভেশ খান।


সূত্রঃ অনলাইন