দ. আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্টে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

ক্রিকেট দুনিয়া April 6, 2022 1,759
দ. আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্টে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

দুই ম্যাচের টেস্ট সিরিজের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আগামীকাল ঐতিহ্যবাহী স্টেডিয়াম সেন্ট জর্জ পার্ক বা পোর্ট এলিজাবেথে মাঠে নামছে বাংলাদেশ। ক্রিকেট বিশ্বের অন্যতম পুরনো এই স্টেডিয়ামে প্রথমবারের মতো খেলতে নামবে টাইগাররা।


টেস্ট ইতিহাসের ৩১তম ম্যাচটি এই মাঠে খেলেছিল ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। পোর্ট এলিজাবেথের সেন্ট জর্জ পার্ক গ্রাউন্ডে দক্ষিণ আফ্রিকার টেস্ট অভিষেক হয়েছিল ইংল্যান্ডের সঙ্গে ১৮৮৯ সালে। বাংলাদেশের বোলিং কোচ অ্যালান ডোনাল্ড ১৯৯২ সালে এই মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১২ উইকেট নিয়েছিলেন ১৩৯ রানে।


দ্বিতীয় টেস্ট দিয়ে মাঠে ফেরার সম্ভাবনা রয়েছে তামিম ইকবাল ও তাইজুল ইসলামের। প্রথম টেস্টে তামিম খেলতে পারেননি পেটে ব্যথা থাকায়। দ্বিতীয় টেস্টে সাদমানের পরিবর্তে তাকে দেখা যাবে। এছাড়া তাসকিন আহমেদের পরিবর্তে স্পিনার তাইজুলকে নিয়ে মাঠে নামার পরিকল্পনা করছে বাংলাদেশ।


আগামীকাল দ্বিতীয় টেস্ট ম্যাচের জন্য বাংলাদেশের সম্ভাব্য একাদশ : তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেট কিপার), ইয়াসির আলী, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ, এবাদত হোসেন।


সূত্রঃ বাংলাওয়াশ ক্রিকেট