ডারবান টেস্টে ব্যাট হাতে বাংলাদেশের সেরা পারফর্মার ছিলেন মাহমুদুল হাসান জয়। হতাশাজনক এই টেস্টে তার সেঞ্চুরিই ছিল দেশের একমাত্র বড় অর্জন। ৩৭ ধাপ এগিয়ে ৪৭২ রেটিং নিয়ে ৬৬তম স্থানে উঠে এসেছেন জয়।
এ টেস্টে দুই ইনিংসেই অর্ধশতক হাঁকিয়েছেন প্রোটিয়া অধিনায়ক এলগার। তিন ধাপ এগিয়ে ১৩-তে অবস্থান করছেন তিনি। অবশ্য র্যাঙ্কিংয়ে পিছিয়েছেন বাংলাদেশের তিন ব্যাটার লিটন, মুশফিক ও মুমিনুল।
লিটন প্রথম ইনিংসে ৪১ রানের ইনিংস খেললেও দ্বিতীয় ইনিংসে ব্যর্থ হন। যে কারণে চার ধাপ পিছিয়ে ১৩ থেকে ১৭-তে রয়েছেন তিনি। বর্তমানে তার রেটিং ৬৬২। দুই ইনিংসেই রান পাননি অভিজ্ঞ মুশফিকও।
টেস্ট সিরিজ শুরু হওয়ার আগে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ২১তম থাকলেও বর্তমান র্যাঙ্কিং অনুযায়ী সাত ধাপ পিছিয়ে ৬০০ রেটিং নিয়ে র্যাঙ্কিংয়ের ২৮তম স্থানে রয়েছেন মুশফিক। ব্যাট হাতে ব্যর্থ ছিলেন মুমিনুলও।
র্যাঙ্কিংয়ে ১২ ধাপ পিছিয়ে ৫৫১ রেটিং নিয়ে ৪৫-তম স্থানে রয়েছেন বাংলাদেশ দলের এ টেস্ট অধিনায়ক। বোলারদের র্যাঙ্কিং দুই ধাপ এগিয়েছেন দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের ব্যাটিং লাইন-আপে ধ্বস নামানো মহারাজ।
দ্বিতীয় ইনিংসে ৭ উইকেট নেওয়ায় দুই ধাপ এগিয়ে ২৮-য়ে উঠে এসেছেন তিনি। এছাড়াও বাংলাদেশিদের মধ্যে দুই ইনিংসে ৬ উইকেট নেওয়ায় চার ধাপ এগিয়ে ওকসের সঙ্গে যৌথভাবে ৩১তম স্থানে রয়েছেন মেহেদী হাসান মিরাজ।
সূত্রঃ বিডিক্রিকটাইম