মাঠের মধ্যেই সিরাজের সঙ্গে নাচলেন কোহলি ভিডিও ভাইরাল

ক্রিকেট দুনিয়া April 6, 2022 1,015

মঙ্গলবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (IPL) দুই রয়্যাল দল মুখোমুখি হয়েছিল। রাজস্থান রয়্যালস (RR) এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB) এর খেলায় নাচতে দেখা গেল বিরাট কোহলিকে। সেই ভিডিও এখন ভাইরাল হচ্ছে। বেঙ্গালুরু এই ম্যাচে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিল, যখন আরসিবি মাঠে ফিল্ড করতে যাচ্ছিল, খেলোয়াড়রা হার্ডেল করেছিল। এই সময় বিরাট কোহলি মজার মেজাজে হাজির হয়ে নাচতে শুরু করেন। বিরাট কোহলির পাশাপাশি মহম্মদ সিরাজ ও হর্ষাল প্যাটেলও প্রচুর নেচেছেন।


এর আগেও অনেকবার মাঠে নাচতে দেখা গেছে বিরাট কোহলিকে। সেটা আন্তর্জাতিক ম্যাচই হোক বা আইপিএলেরই ম্যাচ।এই আইপিএলে এখনও পর্যন্ত দুটি ম্যাচে বিরাট কোহলি করেছেন অপরাজিত ৪১ রান ও ১২ রান। বিরাট কোহলি এবার দলের অধিনায়ক নন, তাই এই আইপিএলে তিনি ব্যাটসম্যান হিসেব ভাল কিছু করার চেষ্টা করবেন তিনি। তবে তৃতীয় ম্যাচেও ব্যর্থ হলেন বিরাট। মাত্র ছয় বলে পাঁচ রান করে আউট হন।