পরের ম্যাচে একাদশে থাকছেন মুস্তাফিজ জানালেন নিজেই

ক্রিকেট দুনিয়া April 6, 2022 1,276
পরের ম্যাচে একাদশে থাকছেন মুস্তাফিজ জানালেন নিজেই

প্রথম ম্যাচে খেলতে না পারলেও দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেই চোখ ধাঁধানো বোলিং প্রদর্শন করেন বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান । ব্যাটারদের ব্যর্থতায় দল জয় না পেলেও মুস্তাফিজ ঠিকই পেয়েছেন দলের ‘ম্যান অব দ্যা ম্যাচ’ পুরস্কার।


দ্বিতীয় ম্যাচের একাদশ থেকে বাদ পড়ছেন মুস্তাফিজ ! এমন শিরোনামে গত কয়েকদিন ফেসবুক ও ইউটিউবে অনেক সংবাদ দেখা যায় ।


যেখানে বলা হয় ডেভিড ওয়ার্নার মিশেল মার্শ, এবং রভমেন পাওয়েল যেহেতু একাদশে নিশ্চিত । এনরিচ নরকিয়া একাদশে থাকলে বাদ পরবেন মুস্তাফিজ !!


এমন দুর্দান্ত বল করেও বাদ পরবেন মুস্তাফিজ এটা ভাবা যায় ?


না, মুস্তাফিজ নিজেই জানালেন পরের ম্যাচে একাদশে থাকছেন তিনি । তার একটি ফেসবুক পোস্ট এটাই নিশ্চিত করে !!


তিনি সেখানে তার একটি ছবি সহ ক্যাপশনে লিখেন

"লখনউ সুপার জায়ান্টদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য প্রস্তুত হচ্ছেন" ।


এছাড়া দিল্লি ক্যাপিটালস তাদের একটি ফেসবুক পোস্টে জানান

বন্ধুরা মুস্তাফিজ যদি ওপেনিং ব্যাট করে তাহলে কি আপনারা কিছু মনে করবেন ?


আর এতেই স্পষ্ট হয় পরের ম্যাচে তিনি নিশ্চিত ভাবে একাদশে থাকছেন !!

বরং খলিল বা সার্দুল কে বসিয়ে চেতন সাকারিয়াকে খেলাবে দিল্লি !!