কোচের কাছ থেকে ‘ম্যান অব দ্যা ম্যাচ’ পুরস্কার পেলেন মুস্তাফিজ

ক্রিকেট দুনিয়া April 5, 2022 26,430
কোচের কাছ থেকে ‘ম্যান অব দ্যা ম্যাচ’ পুরস্কার পেলেন মুস্তাফিজ

প্রথম ম্যাচে খেলতে না পারলেও দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেই চোখ ধাঁধানো বোলিং প্রদর্শন করেন বাংলাদেশি পেসার। ব্যাটারদের ব্যর্থতায় দল জয় না পেলেও মুস্তাফিজ ঠিকই পেয়েছেন দলের ‘ম্যান অব দ্যা ম্যাচ’ পুরস্কার।


আর সেই পুরস্কার মুস্তাফিজের হাতে তুলে দেন দিল্লী ক্যাপিটালসের কোচ ও অস্ট্রেলীয় কিংবদন্তি রিকি পন্টিং। গুজরাট টাইটান্সের বিপক্ষে ম্যাচ শেষে দিল্লীর টিম মিটিংয়ের একটি ভিডিও সম্প্রতি পোস্ট করা হয় তাদের সোশাল মিডিয়ায়। সেখানে মুস্তাফিজকে এই ম্যাচে দলের ‘ম্যান অব দ্যা ম্যাচ’ হিসেবে ঘোষণা করেন দলটির প্রধান কোচ রিকি পন্টিং।


ম্যাচের পারফরম্যান্স বিচারে ম্যান অব দ্যা ম্যাচ খেতাব ঘোষণার সময় পন্টিং বলেন, ‘এটা পাচ্ছে নতুন একজন, আর সে মুস্তাফিজুর রহমান।’ এ সময় মুস্তাফিজকে ম্যাচ সেরা পারফর্মারের স্মারক তুলে দেন পন্টিং।


সূত্রঃ বিডিক্রিকটাইম