ইয়াসির রাব্বির অবিশ্বাস্য ক্যাচ !! বাকরুদ্ধ সবাই !!

ক্রিকেট দুনিয়া April 3, 2022 958

ধারাভাষ্য কক্ষে থাকা ভারনন ফিল্যান্ডার ও নেইল ম্যাকেঞ্জি যেন ভাষাই হারিয়ে ফেললেন, মুখ থেকে বের হলো না কোনো কথা। সবসময় স্যালুট দিয়ে উইকেট উদযাপন করা এবাদত হোসেনও পুরোপুরি চুপ মেরে গেলেন। যেন বাকরুদ্ধ হয়ে গেছেন সবাই!


অবশ্য বাকরুদ্ধ হওয়ার মতোই এক ক্যাচ ধরেছেন ইয়াসির আলি রাব্বি। ম্যাচের দুই ইনিংসে একটি করে ক্যাচ ছাড়ার পর অবিশ্বাস্য এক ক্যাচ ধরলেন ইয়াসির। বাম দিকে নিচু হয়ে এক হাতে নেওয়া তার অসাধারণ এই ক্যাচে ম্যাচে ফিরেছে বাংলাদেশ।


এবাদের করা ইনিংসের ৪৪তম ওভারের চতুর্থ বলে টেম্বা বাভুমার (৪) ব্যাটের বাইরের কানায় লেগে চলে যায় স্লিপ অঞ্চলে। খালি চোখে মনে হচ্ছিল হাতের নাগালে পাবেন না স্লিপে দাঁড়ানো ইয়াসির রাব্বি।

তবে সবাইকে অবাক করে দিয়ে এক হাতেই সেটি তালুবন্দী করেন তিনি।


ডারবান টেস্টে দক্ষিণ আফ্রিকাকে দ্বিতীয় ইনিংসে মাত্র ২০৪ রানে অলআউট করে ২৭৪ রানের লক্ষ্য পেয়েছে বাংলাদেশ দল। এটি তাড়া করতে নেমে শুরুতেই তিন উইকেট হারিয়ে এখন মহাবিপদে মুমিনুল হকের দল।