দ্বিতীয় টেস্টে না খেলেই দেশে ফিরছেন শরিফুল-তাসকিন

ক্রিকেট দুনিয়া April 3, 2022 1,293
দ্বিতীয় টেস্টে না খেলেই দেশে ফিরছেন শরিফুল-তাসকিন

দক্ষিণ আফ্রিকা সফর অসমাপ্ত রেখেই দেশে ফিরে আসতে হচ্ছে জাতীয় দলের দুই পেসার তাসকিন আহমেদ ও শরিফুল ইসলামকে। তবে তাদের বদলি হিসেবে নতুন করে কাউকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হবে না।


শরিফুল ইঞ্জুরিতে ছিলেন ওয়ানডে সিরিজের পর থেকেই। যার কারণে ডারবানে সিরিজের প্রথম টেস্টের একাদশেও ছিলেন না। দ্বিতীয় টেস্টের আগেও পুরোপুরি সেরে ওঠার সম্ভাবনা নেই। দল তাই তাকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চায় না।


অন্যদিকে তাসকিন চোট পেয়েছেন ডারবান টেস্ট চলাকালে। চোট নিয়েই কয়েক ওভার বল করেছেন দ্বিতীয় ইনিংসে। তবে দল তাকে নিয়েও ঝুঁকি নিতে নারাজ।


আর এ কারণে তাসকিন ও শরিফুলকে ফেরত পাঠানো হচ্ছে দেশে। বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় দলের নির্বাচক হাবিবুল বাশার ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু।


টিটু বলেন, ‘তাসকিন ও শরিফুল দেশে ফিরে যাবে, ওদের বিকল্প হিসেবে দেশ থেকে আর কাউকে আনা হচ্ছে না।’ তিনি জানান, আগামী ৫ এপ্রিল দেশের বিমান ধরবেন তাসকিন ও শরিফুল। - বিডি২৪রিপোর্ট