প্রথম টেস্টে আর বোলিং করতে পারবেন না তাসকিন!

ক্রিকেট দুনিয়া April 3, 2022 2,145
প্রথম টেস্টে আর বোলিং করতে পারবেন না তাসকিন!

দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংসে তাসকিন আহমেদকে দিয়ে বোলিং করাননি বাংলাদেশ দলপতি মমিনুল হক সৌরভ। ডান কাঁধে ব্যথা আছে ঢাকা এক্সপ্রেসের। এবার চলমান টেস্টের বাকি অংশে বোলার তাসকিনকে না পাওয়ার ইঙ্গিত দিলেন ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস চৌধুরী।


তৃতীয় দিনের খেলা শেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান সংবাদমাধ্যমকে বলেন, ‘চলমান টেস্টে আমরা মনে হয় তাসকিনের বোলিংটা আর পাবো না।’


তাসকিনকে নিয়ে কোনো ধরনের ঝুঁকি নিতে চায় না বাংলাদেশ টিম ম্যানেজম্যান্ট। নাম প্রকাশে অনিচ্ছুক একটি বিশ্বস্ত সূত্র জানিয়েছে, তাসকিনকে নিয়ে আমরা ঝুঁকিতে যাবো না। পরিস্থিতি দেখে যা মনে হচ্ছে, ওকে দিয়ে এই টেস্টে বোলিং করানোর সম্ভাবনা খুবই কম।


তাসকিনের চোটটা তেমন বড় নয় বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ফিজিও বায়োজিদ ইসলাম, ‘বড় ধরনের কোনো চোট না। টানা খেলার কারণে ব্যথা হচ্ছে। আইস থেরাপি দেওয়া হচ্ছে। বোলিং করতেও কোনো সমস্যা নেই। তবে ঝুঁকি আছে।’


সূত্রঃ ২৪লাইভনিউজপেপার