আইপিএলের এবারের আসরে দিল্লি ক্যাপিটালসের জার্সিতে প্রথম ম্যাচেই ঝলক দেখিয়েছেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান। গুজরাট টাইটান্সের বিপক্ষে নিজের প্রথম ম্যাচে দুর্দান্ত পারফর্ম করেছেন মুস্তাফিজ। তবে জিততে পারেনি তার দল।
গুজরাটের বিপক্ষে ৪ ওভার বোলিং করে ২৩ রান খরচ করে মুস্তাফিজ শিকার করেছেন তিন উইকেট। প্রথম ওভারে ৭ রান দিয়ে শিকার করেন ম্যাথু ওয়েডের উইকেট। দ্বিতীয় ওভারে ৪ রান খরচ করেন তিনি। নিজের তৃতীয় ওভারে ফিজ দেন ৯ রান। আর শেষ ওভারে ৩ রান দিয়ে দুই উইকেট তুলে নেন তিনি।
মুস্তাফিজের এমন পারফরম্যান্সে উচ্ছ্বাস প্রকাশ করেছে তার দল দিল্লি ক্যাপিটালস। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মুস্তাফিজের বোলিং করা একটি ছবি পোস্ট করে তার ক্যাপশনে দিল্লি লিখে, এসেই নিজের কাজ শুরু করে দিয়েছেন মুস্তাফিজুর রহমান।
মুস্তাফিজের নজরকাড়া পারফরম্যান্সের পরেও জিততে পারেনি দিল্লি। গুজরাটের ছুঁড়ে দেওয়া ১৭২ রানের জবাবে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ডের বোলার লকি ফার্গুসনের তোপে ৯ উইকেট হারিয়ে ১৫৭ রান সংগ্রহ করে তারা। ম্যাচটি ১৪ রানে হেরে যায় দিল্লি। - বিডি২৪রিপোর্ট