জয় দেখিয়েছে কীভাবে ব্যাটিং করতে হয় : সিডন্স

ক্রিকেট দুনিয়া April 3, 2022 1,059
জয় দেখিয়েছে কীভাবে ব্যাটিং করতে হয় : সিডন্স

জয়ের ইনিংস সত্যিকার অর্থেই বাংলাদেশের কাছে এখন বিজ্ঞাপন। টেস্টে কীভাবে ব্যাটিং করতে হয়, দলের সর্বকনিষ্ঠ ব্যাটার যেন তা-ই শেখালেন বাকিদের। অন্তত জেমি সিডন্স এমনটাই মনে করেন।


১৭০ বলে অর্ধশতক, ২৬৯ বলে শতক, এরপর যখন শেষ ব্যাটার হিসেবে ১৩৭ রান করে ওপেনার মাহমুদুল হাসান জয় সাজঘরে ফিরছেন ততক্ষণে খেলে ফেলেছেন ৩২৬ বল। এ যেন টেস্ট ক্রিকেটে ব্যাটিংয়ের দারুণ এক বিজ্ঞাপন। জয়ের এই ধৈর্যশীল ইনিংসে মুগ্ধ জাতীয় দলের ব্যাটিং কোচ জেমি সিডন্স।


এসেই যাকে মুগ্ধ করলেন জয়, সেই সিডন্সের দাবি- বাংলাদেশি ব্যাটারদের এমন কাব্যিক ইনিংস খেলার নজির খুব একটা নেই। অতীতে বাংলাদেশের প্রধান কোচ হিসেবে কাজ করা অস্ট্রেলীয় অবশ্য ভুল বলেননি। তবে এ-ও মানছেন, ২৯৮ রানে অলআউট হওয়া ইনিংসে বাংলাদেশের ব্যাটারদের দায় খুব কমই ছিল।


সূত্রঃ বিডিক্রিকটাইম