ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে গুজরাট টাইটান্স ও দিল্লি ক্যাপিটালস।
টসে জিতে গুজরাটকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন দিল্লির অধিনায়ক রিশাভ পন্থ।
ফিল্ডিংয়ে নেমে প্রথম ওভারেই মুস্তাফিজের হাতে বল তুলে দেন তিনি ।
ওভারের তৃতীয় বলের দুর্দান্ত এক ডেলিভারিতে অস্ট্রেলিয়ার ম্যাথু ওয়েডকে সাজঘরে পাঠান তিনি।
প্রথম ওভারে সবমিলিয়ে মুস্তাফিজ দিয়েছেন ৭ রান।
যে কারণে ষষ্ঠ ওভারেই ফিজকে আক্রমণে আনেন দিল্লি অধিনায়ক পণ্ট।
এ ওভারে অবশ্য উইকেট না পেলেও মাত্র ৪ রান দিয়ে চাপে ফেলেন গুজরাটকে
আবারও ইনিংসের ১৭ তম ওভারে বল করতে এসে ৯ রান দেন মুস্তাফিজ ।
ইনিংসের শেষ ওভারে বল করতে এসে ২য় বলে দুর্দান্ত ডেলিভারিতে তুলে নেন তেওয়াতিয়ার উইকেট ।
ওভারের ৫ম বলে আবারও উইকেটের দেখা পান মুস্তাফিজ । এবার অভিনবর উইকেট নেন তিনি ।
এ ওভারে মুস্তাফিজ দেন মাত্র ৪ রান ফলে ১৭১ রানে থামে গুজরাটের ইনিংস ।
মুস্তাফিজ ৪ ওভার বল করে মাত্র ২৩ রান দিয়ে তুলে নেন গুরুত্বপূর্ণ ৩ টি উইকেট !!
মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে
দিল্লির একাদশে ছিলেন না বাংলাদেশের ‘কাটার মাস্টার’
মুস্তাফিজুর রহমান। তবে আজ ফিজ ফিরেছেন দিল্লির একাদশে।