সর্বোচ্চ রান তাড়া করে অস্ট্রেলিয়াকে হারাল পাকিস্তান

ক্রিকেট দুনিয়া April 1, 2022 1,975
সর্বোচ্চ রান তাড়া করে অস্ট্রেলিয়াকে হারাল পাকিস্তান

নিজেদের ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড গড়েছে বাবর আজমের দল। বৃহস্পতিবার ৩৪৯ রানের লক্ষ্য তাড়ায় পাকিস্তান জিতল ৬ উইকেটে। সমতা ফেরাল তিন ম্যাচের সিরিজে।


এর আগে ২০১৪ সালে বাংলাদেশের বিপক্ষে মিরপুরে ৩২৭ রানের লক্ষ্যে ব্যাটিং করে ৩ উইকেটে জিতেছিল পাকিস্তান, ওয়ানডেতে তাদের সবচেয়ে বেশি রান তাড়া করে জেতার রেকর্ড ছিল সেটিই। আজ গাদ্দাফি স্টেডিয়ামে সেই রেকর্ড নতুন করে গড়ল পাকিস্তান।


অট্রেলিয়ার করা ৩৪৮ রানের জবাবে ব্যাট করতে নেমে প্রথম থেকেই মারমুখী হয়ে খেলতে থাকে পাকিস্তানের দুই ওপেনার ফখর জামান ও ইমাম উল হক। ৬৭ রান করে ফখর ফিরলেও রানের চাকা সচল রাখেন ইমাম ও বাবর আজম। এই দুই ব্যাটসম্যানের জোড়া শতকই পাকিস্তানের জয়ের ভিত্তি গড়ে দেয়।


৯৭ বলে ৬ বাউন্ডারি আর ৩ ছক্কায় ১০৬ রান করে ইমাম আউট হয়ে যান। দলীয় ৩০৯ রানের মাথায় আউট হন অধিনায়ক বাবর। ৮৩ বলে ১১টি বাউন্ডারি এবং ১ ছক্কায় ১১৪ রান করেন তিনি। মোহাম্মদ রিজওয়ান আউট হন ২৩ রান করে। দলীয় ৩০৯ ও ৩১৭ রানে স্বাগতিকরা দুই উইকেট হারালে এক সময় মনে হচ্ছিল ম্যাচটা অস্ট্রেলিয়ার দিকে মোড় নিচ্ছে।


কিন্তু খুশদিল শাহের ১৭ বলে ২৭ রানের ঝড়ো ইনিংসের উপর ভর করে এক ওভার হাতে রেখেই অবিশ্বাস্য এক জয় পায় পাকিস্তান। অস্ট্রেলিয়ার হয়ে সব বোলারাই অনেক খরুচে ছিল। তবে এর মাঝে দুই উইকেট তুলে নিয়েছেন অ্যাডাম জাম্পা।


এর আগে বেন ম্যাকডারমটের ১০৮ বলে ১০৪ রানের ইনিংসের সঙ্গে হেডের ৭০ বলে ৮৯, মারনাস লাবুশেনের ৪৯ বলে ৫৯, মার্কাস স্টয়নিসের ৩৩ বলে ৪৯ রানের ঝড়ো ইনিংসে বড় সংগ্রহ পায় অস্ট্রেলিয়া। শেষ দিকে শন অ্যাবটের ১৬ বলে ২৮ রানের ক্যামিওতে অজিরা ওঠে রান পাহাড়ে।


পাকিস্তানের হয়ে ৬৩ রান খরচায় ৪ উইকেট নেন আফ্রিদি। ২৯ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে এটি তার ৫৭তম উইকেট। দুটি উইকেট পান মোহাম্মদ ওয়াসিম জুনিয়র। - এসএনপি স্পোর্টস