বাংলাদেশ বনাম দক্ষিন আফ্রিকা ম্যাচের ১৫ তম ওভারে বল করেন পেসার খালেদ ।
ওভারের শেষে যথারিতি পরের ওভার করতে প্রস্তত হচ্ছিল বাংলাদেশ দল ।
এমন সময় আম্পায়ার মারায়াস ইরাসমুস হাত তুলে নো বল দেখান ।
টিভি রিপ্লেতে দেখা যায় ১৫ তম ওভারের শেষ বলে খালেদ আহাম্মেদের বিশাল ওভারস্টেপ ।
দাগ থেকে প্রায় ৬ ইঞ্চি পেরিয়ে গিয়েছিলেন তিনি।
যা কিনা দৃষ্টিগোচর হয়নি আম্পায়ারের ।
পরবর্তীতে পেসার খালেদ আহম্মেদ কে ডেকে ১৫ তম ওভারের শেষের বলটি আবার করান আম্পায়ার ।
ক্রিকেট বিশ্বে নো বল না দেখা সাধারন হলেও এতো বিশাল নো বল দেখতে না পাওয়া দৃষ্টিকটু বটে !!
গতবছর অ্যাশেজে ১৪ টি নো বল করেন স্টোকস যার মাত্র ২ টি দেখতে পান আম্পায়ারা । যা নিয়ে তৈরি হয়েছিল তীব্র বিতর্ক।