দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে অনিশ্চিত শরিফুল

ক্রিকেট দুনিয়া March 31, 2022 1,029
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে অনিশ্চিত শরিফুল

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে আজ দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। তবে প্রথম টেস্ট ম্যাচ শুরুর আগে দুঃসংবাদ শুনতে হচ্ছে বাংলাদেশ দলকে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচে অনিশ্চিত জাতীয় দলের ফাস্ট বোলার শরিফুল ইসলাম।


বর্তমান সময়ে দুর্দান্ত ফর্মে রয়েছেন জাতীয় দলের এই তরুণ ফাস্ট বোলার। দেশের হয়ে যুব বিশ্বকাপ জয়ের পর জাতীয় দলে সুযোগ পান তিনি। বর্তমানে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে তিন ফরম্যাটেই খেলছেন শরিফুল।


দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচর একাদশে নিশ্চিত ছিলেন তিনি। তবে শরিফুলের চোট বেশি গুরুতর নয়। ম্যাচের আগে তিনি যদি তিনি সুস্থ অনুভব করেন তাহলে শেষ পর্যন্ত অপেক্ষা করবে দল।


গতকাল টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন শরিফুল ইসলামকে নিয়ে জানিয়েছেন, “শরিফুলের একটু অস্বস্তি আছে। ফিজিও ও চিকিৎসক ওকে নিয়ে কাজ করছে। আজকের দিন গেলে বোঝা যাবে। ম্যাচের সকাল পর্যন্ত আমরা দেখব। চেষ্টা করব তাকে যত তাড়াতাড়ি ফিট করা যায়।”


সূত্রঃ বাংলাওয়াশ ক্রিকেট