২৪ বছর পর পাকিস্তানের মাটিতে ওয়ানডে খেলতে নামছে অস্ট্রেলিয়া

ক্রিকেট দুনিয়া March 28, 2022 450
২৪ বছর পর পাকিস্তানের মাটিতে ওয়ানডে খেলতে নামছে অস্ট্রেলিয়া

দীর্ঘ ২৪ বছর পর পাকিস্তানের মাটিতে ওয়ানডে খেলতে নামছে অস্ট্রেলিয়া। টেস্ট সিরিজ জয়ে উজ্জীবিত অজিরা ওয়ানডেতেও জ্বলে উঠতে চায় । অন্য দিকে টেস্ট সিরিজ হারের ক্ষত ওয়ানডের সাফল্য দিয়ে মুছে দিতে মুখিয়ে আছে পাকিস্তান।


তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে আগামীকাল লাহোরে বিকেল ৪টায় মুখোমুখি হবে পাকিস্তান-অস্ট্রেলিয়া। ১৯৯৮ সালে সর্বশেষ পাকিস্তান সফর করেছিলো অস্ট্রেলিয়া।


ঐ সফরে তিন ম্যাচের টেস্ট ও ওয়ানডে সিরিজ খেলেছিলো অজিরা। টেস্ট ১-০ ব্যবধানে ও ওয়ানডে সিরিজ ৩-০ ব্যবধানে জিতেছিলো অস্ট্রেলিয়া। এরপর নিরাপত্তার কারনে পাকিস্তান সফর করেনি তারা।