আইপিএলে গুজরাটের সহ-অধিনায়কের দায়িত্ব পেলেন রশিদ

ক্রিকেট দুনিয়া March 28, 2022 421
আইপিএলে গুজরাটের সহ-অধিনায়কের দায়িত্ব পেলেন রশিদ

আইপিএলের নতুন দল গুজরাট টাইটান্সের সহ-অধিনায়ক হিসেবে মনোনীত করা হয়েছে আফগান সুপারস্টার রশিদ খানকে। হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন দলে ডেপুটির দায়িত্ব পালন করবেন তিনি।


আইপিএলের এবারের আসরে অংশ নেবে ১০টি দল, যেখানে এতদিন ৮টি দল লড়ত শিরোপার জন্য। নতুন করে যুক্ত হয়েছে গুজরাট ও লক্ষ্ণৌর ফ্র্যাঞ্চাইজি। নিলামের আগেই গুজরাট ৩ ক্রিকেটারকে দলভুক্ত করে, রশিদ তাদেরই একজন।


রবিবার (২৭ মার্চ) রশিদকে দলের সহ-অধিনায়ক হিসেবে ঘোষণা করে দলটি। আফগানিস্তানকে অতীতে তিন ফরম্যাটেই নেতৃত্ব দিয়েছেন রশিদ। তার অধীনে আফগানরা পেয়েছে একটি করে টেস্ট ও ওয়ানডে এবং চারটি টি-টোয়েন্টি ম্যাচে।


সূত্রঃ বিডিক্রিকটাইম