মুস্তাফিজকে স্বাগত জানিয়ে যা লিখলো দিল্লি ক্যাপিটালস

ক্রিকেট দুনিয়া March 25, 2022 6,118
মুস্তাফিজকে স্বাগত জানিয়ে যা লিখলো দিল্লি ক্যাপিটালস

আইপিএল খেলতে মুম্বাই পৌঁছেছেন জাতীয় দলের ফাস্ট বোলার মোস্তাফিজুর রহমান। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষে আইপিএল খেলতে ভারতের উদ্দেশ্যে রওনা হন মুস্তাফিজ। গতকাল রাতেই ভারতের মুম্বাইয়ে পৌঁছেছেন তিনি।


এরপর তাকে স্বাগত জানিয়েছে তারা দল দিল্লি ক্যাপিটালস। মোস্তাফিজকে স্বাগত জানিয়ে দিল্লি ক্যাপিট্যালস লিখেছে, ‘দ্য ফিজ এবং তার সকল বৈচিত্র চলে এসেছে। দিল্লি ক্যাপিট্যালস পরিবারে স্বাগতম মোস্তাফিজুর রহমান।”


আগামী ২৭ মার্চ রবিবার মুম্বাইয়ের ব্রাবোর্ন স্টেডিয়ামে পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে দিল্লি। তাই সরাসরি মুম্বাইয়েই চলে গেছেন তিনি।


তবে দিল্লির প্রথম ম্যাচে মোস্তাফিজের না খেলার সম্ভাবনাই বেশি। কেননা তাকে এখন থাকতে হবে তিনদিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে। তাই আগামী ২ এপ্রিল গুজরাট টাইটান্সের বিপক্ষে ম্যাচ দিয়েই মাঠে নামতে পারেন মোস্তাফিজ।