তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষে দেশে ফিরেছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। মূলত পরিবারের চারজন সদস্য অসুস্থ থাকার কারণে দেশে ফিরে এসেছেন তিনি। হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েছেন সাকিব আল হাসানের মা, ছেলে এবং মেয়ে। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা চলছে তাদের।
স্ত্রী উম্মে আহমেদ শিশির ছাড়া সবাই চিকিৎসাধীন। এ অবস্থায় গতকাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তৃতীয় ওয়ানডে ম্যাচ শেষে বিমান ধরেন সাকিব আল হাসান। বাংলাদেশ সময় গতকাল রাত ৯:৪০ মিনিটে ঢাকা বিমান বন্দরে এসে পৌঁছান তিনি।
আগামী ৩১ মার্চ থেকে শুরু হবে বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ। প্রথম টেস্ট ম্যাচটা খেলতে না পারলেও বাংলাদেশের হয়ে দ্বিতীয় টেস্ট ম্যাচ খেলতে পারেন সাকিব। - বাংলাওয়াশ ক্রিকেট