বাংলাদেশ দলকে বিশেষ বার্তা পাঠালেন সুনীল গাভাস্কার

ক্রিকেট দুনিয়া March 24, 2022 13,170
বাংলাদেশ দলকে বিশেষ বার্তা পাঠালেন সুনীল গাভাস্কার

প্রোটিয়াদের কাছে ওয়ানডে সিরিজে ৩-০ তে হোয়াইটওয়াশ হয়েছিল লোকেশ রাহুলরা। এর দুই মাস বাদেই সেই দক্ষিণ আফ্রিকাকেই তাদের মাটিতে ২-১ ব্যবধানে সিরিজ হারালো বাংলাদেশ।


টাইগারদের এমন অবিশ্বাস্য জয়ে প্রসংশায় ভাসাচ্ছেন দেশ বিদেশের অনেক তারকা ত্রিকেটারই। সেই তালিকায় আছে ভারতেরও এক কিংবদন্তির নাম।


ভারতের ক্রিকেট ইতিহাসে অন্যতম সেরা ওপেনার সুনীল গাভাস্কার। টাইগারদের ঐতিহাসিক জয়ের পর বাংলাদেশের সাবেক ক্রিকেটার ও বর্তমান ধারাভাষ্যকার আতাহার আলী খানকে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে অভিনন্দন জানান তিনি।


কাল রাতে গাভাস্কার আতহারকে লিখেছেন, ‘অসাধারণ অর্জনের জন্য বাংলাদেশ দলকে অভিনন্দন, যে বাংলাদেশের ক্রিকেটটা শুরু হয়েছিল তোমাদের হাত ধরে। দলের খেলোয়াড়দেরও আমার অভিনন্দন পৌঁছে দিয়ো।’


সূত্রঃ স্পোর্টসজোন২৪