তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে জিতে প্রথমবারের মতো যে কোন ফরম্যাটে দক্ষিণ আফ্রিকার মাটিতে ট্রফি অর্জন করেছে তামিম-সাকিবরা।
এই জয়ে উচ্ছ্বসিত বাংলাদেশেকে নেতৃত্ব দেওয়া তামিম ইকবাল। ভবিষ্যতে আরও ইতিহাস গড়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি বিশেষভাবে সাকিব আল হাসানকে ধন্যবাদ জানান।
এদিকে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ ওয়ানডের আগে আইপিএলে ডাক পেয়ে আলোচনায় এসেছিলেন তাসকিন আহমেদ। কিন্তু এই সময়টায় প্রোটিয়াদের বিপক্ষে টেস্ট সিরিজ থাকায় তাকে ছাড়েনি বিসিবি। এরকম বড় সুযোগ হাতছাড়া হওয়ায় কিছুটা মন খারাপই ছিল তাসকিনের।
সিরিজ নির্ধারণী ম্যাচে সেসব সরিয়ে তিনিই নায়ক, ম্যাচ ও সিরিজ সেরাও তিনি। দুই সেরার পুরস্কার পাওয়ার পর অধিনায়ক তামিম ইকবাল তাকে আঙুল দিয়ে দেখিয়ে বলেন, ‘এটাই তোর আইপিএল।’