দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ জয়ের পর যা বললেন তামিম

ক্রিকেট দুনিয়া March 23, 2022 2,244
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ জয়ের পর যা বললেন তামিম

বুধবার সেঞ্চুরিয়ানের সুপারস্পোর্টস পার্কে টস জিতে ব্যাটিংয়ে নেমে তাসকিন আহমেদের বিধ্বংসী বোলিংয়ের তোপের মুখে পড়ে ৩৭ ওভারে ১৫৪ রানেই গুঁড়িয়ে যায় দক্ষিণ আফ্রিকা। সহজ টার্গেট তাড়া করতে নেমে তামিম ইকবাল ও লিটন দাসের ১২৭ রানের জুটিতে জয়ের দুয়ারে চলে যায় বাংলাদেশ।


৪৮ রানে লিটন আউট হলে সাকিব আল হাসানকে সঙ্গে নিয়ে ১৪১ বল আগেই ৯ উইকেটের বড় ব্যবধানে জয় নিশ্চিত করে বাংলাদেশ। দলের জয়ে ৮২ বলে অপরাজিত ৮৭ রান করেন তামিম। খেলা শেষে অধিনায়ক তামিম বলেন, আমি খুবই গর্বিত একজন মানুষ।


দক্ষিণ আফ্রিকার মাঠে প্রথমবার ম্যাচ জয়ের পর সিরিজ জয় করা। এবং বিদেশের মাঠে বাংলাদেশি একজন ফাস্ট বোলারের পাঁচ উইকেট শিকারে ম্যাচ সেরার পর সিরিজ সেরা হতে দেখে খুবই গর্বের ব্যাপার।


তামিম আরও বলেন, এই জয় আমাদের জন্য বিশাল অর্জন। আমরা ওয়ানডে ক্রিকেটে নিজেদের খেলা নিয়ে গর্ব করি। এটি এমন একটি ফর্ম্যাট যেখানে আমরা খুব ইনজয় করি।


সাকিবকে ধন্যবাদ জানাতেই। তার ছেলে-মেয়ে মা এবং শাশুড়ি ঢাকায় হাসপাতালে থাকা সত্ত্বেও সে যে আমাদের সঙ্গে ছিল তার এই ত্যাগ স্মরণীয় হয়ে থাকবে। - যুগান্তর অনলাইন