টসে জিতে ব্যাটিংয়ে দক্ষিণ আফ্রিকা, দেখে নিন দু'দলের একাদশ

ক্রিকেট দুনিয়া March 23, 2022 528
টসে জিতে ব্যাটিংয়ে দক্ষিণ আফ্রিকা, দেখে নিন দু'দলের একাদশ

সিরিজ নির্ধারণী ম্যাচে টস ভাগ্য এসেছে স্বাগতিকদের পক্ষে। টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। দ্বিতীয় ম্যাচে প্রথমে বোলিং করেই জয়ের দেখা পেয়েছিল প্রোটিয়ারা।


দক্ষিণ আফ্রিকাঃ কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), ইয়ানেমান মালান, টেম্বা বাভুমা (অধিনায়ক), কাইল ভেরেইন্নে, রাসি ভন ডার ডুসেন, ডেভিড মিলান, ডোয়াইন প্রিটোরিয়াস, কেশব মহারাজ, কাগিসো রাবাদা, তাবরাইজ শামসি ও লুঙ্গি এনগিডি।


বাংলাদেশঃ তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), ইয়াসির আলী চৌধুরী, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।