আইসিসি ওয়ানডে র্র্যাংকিংয়ে অনেকদিন ধরেই সেরা দশে অবস্থান করছিলেন তিনি। তবে এবার আইসিসি ওয়ানডে অলরাউন্ডার র্র্যাংকিংয়ে সেরা ১০ অলরাউন্ডারের পৌঁছে গেছেন মেহেদী হাসান মিরাজ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ব্যাট হাতে ১৯ রানের পাশাপাশি বল হাতে নিয়েছিলেন ৪ উইকেট।
এরপর দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ব্যাট হাতে ৩৬ রানের পাশাপাশি বল হাতে তুলে দিয়েছেন এক উইকেট। যে কারণে আইসিসি অলরাউন্ডার র্র্যাংকিংয়ে ৮ নম্বরে উঠে এসেছেন মেহেদী হাসান মিরাজ। ক্যারিয়ার সেরা ২৩৫ রেটিং পয়েন্ট নিয়ে আট নম্বরে অবস্থান করছেন তিনি।
এছাড়াও ওয়ানডে বোলিং র্র্যাংকিংয়ে সপ্তম স্থানে অবস্থান করছেন মিরাজ। আইসিসি ওয়ানডে অলরাউন্ডার র্র্যাংকিংয়ে শীর্ষস্থানে অবস্থান করছেন সাকিব আল হাসান। ৪০৪ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে রয়েছেন সাকিব। শাকিবের পরে ২৯৫ রেটিং পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন আফগানিস্তানের অলরাউন্ডার মহম্মদ নবি।