সাকিব দেশের জন্য সেক্রিফাইস করেছেঃ পাপন

ক্রিকেট দুনিয়া March 22, 2022 510
সাকিব দেশের জন্য সেক্রিফাইস করেছেঃ পাপন

সেঞ্চুরিয়ানে বুধবার সিরিজ নির্ধারণী ম্যাচে টেম্বা বাভুমাদের মুখোমুখি হবেন সাকিব-তামিমরা। টেস্ট সিরিজের দলে থাকলেও ওই ম্যাচ খেলেই দেশে ফিরবেন সাকিব।


এদিকে, দলের কথা ভেবে সাকিবের এমন সিদ্ধান্তে রীতিমতো মুগ্ধই হয়েছেন বিসিবি সভাপতি। আমাদের তরফ থেকে ফুল সাপোর্টই আছে, যেহেতু সাকিবের ফ্যামিলি ইমার্জেন্সি। ও যে খেলছে; আমি বলব , ও দেশের জন্য সেক্রিফাইজই করেছে”-বলছিলেন পাপন


গতকাল সাকিবের দেশে ফিরে আসা- না আসা নিয়ে গণমাধ্যমে তৈরি হয় বিভ্রান্তি। বিসিবির তরফ থেকে দেশে ফিরে আসতে কোনো বাধা না থাকলেও নিজেই ফোন করে জানিয়েছেন সিরিজের তৃতীয় ম্যাচ খেলার সিদ্ধান্তের কথা।


এ প্রসঙ্গে পাপন বলেন, “সাকিব আমাকে প্রথম ওয়ানডের পরেই বলেছিল ওর পরিবার অসুস্থ। আমি বলেছিলাম, যেহেতু ফ্যামিলি প্রবলেম ও চাইলেই যেকোনো সময় চলে আসতে পারবে। দ্বিতীয় ওয়ানডের পর ওর টিকিটটাও বুক হয়ে গিয়েছিল। এরপর কালকেই ফোন করে বলল, শেষ ওয়ানডে খেলেই আসবে।”