শেষ ওয়ানডেতে নামার আগে দুঃসংবাদ পেলো দক্ষিণ আফ্রিকা

ক্রিকেট দুনিয়া March 22, 2022 1,087
শেষ ওয়ানডেতে নামার আগে দুঃসংবাদ পেলো দক্ষিণ আফ্রিকা

আগামীকাল বুধবার (২৩ মার্চ) বাংলাদেশ সময় বিকাল ৫টায় সেঞ্চুরিয়ানে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে মুখোমুখি হবে দুইদল। সিরিজ নির্ধারণী ম্যাচে জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশ।


এদিকে এই ম্যাচে মাঠে নামার আগে দুঃসংবাদ পেয়েছে দক্ষিণ আফ্রিকা। ইনজুরির কারণে বাঁহাতি পেসার ওয়েন পার্নেলকে পাচ্ছে না প্রোটিয়ারা। সিরিজের দ্বিতীয় ম্যাচে বোলিংয়ের সময় চোট পান তিনি। হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে মাঠের বাইরে ছিটকে যান ৩২ বছর বয়সী এই পেসার।


সিরিজের শেষ ম্যাচে তার না থাকা বাংলাদেশের জন্য সুখবরই বটে। দ্বিতীয় ম্যাচে ২.৫ ওভারে ৬ রান দিয়ে মুশফিকুর রহিমের উইকেটটি শিকার করেছিলেন পার্নেল। শেষ ম্যাচে তাকে ছাড়াই মাঠে নামবে প্রোটিয়ারা। শেষ ম্যাচে বাংলাদেশের সামনে সুযোগ রয়েছে দক্ষিণ আফ্রিকাকে তাদের মাটিতেই সিরিজ হারানোর।


তৃতীয় ওয়ানডেতে সাকিব আল হাসানের খেলা নিয়ে শঙ্কা দূর হয়েছে। পরিবারের পাঁচ সদস্য অসুস্থ হওয়ায় শেষ ম্যাচ না খেলেই দেশে ফিরতে চেয়েছিলেন সাকিব। তবে পরবর্তীতে সিদ্ধান্ত বদল করেন তিনি। শেষ ওয়ানডে খেলে দেশে ফিরতে চান তিনি।