ডিপিএলে ২৩ রানে পাঁচ উইকেট শিকার করলেন আশরাফুল

ক্রিকেট দুনিয়া March 22, 2022 391
ডিপিএলে ২৩ রানে পাঁচ উইকেট শিকার করলেন আশরাফুল

লিস্ট ‘এ’ ক্রিকেটে নিজের ক্যারিয়ার সেরা বোলিংয়ের রেকর্ড গড়লেন মোহাম্মদ আশরাফুল। তার দুর্দান্ত বোলিংয়ে মোহামেডানকে মাত্র ২০৬ রানেই আটকে দিয়েছে ব্রাদার্স ইউনিয়ন।


বল হাতে নিয়ে আশরাফুল প্রথম উইকেট নেন মোহাম্মদ হাফিজকে এলবিডব্লুর ফাঁদে ফেলে। এরপর দারুণ ব্যাটিংয়ে ফিফটি করা রনি তালুকদারকে বোল্ড করেন আশরাফুল। এরপর একে একে ফেরার সোহরাওয়ার্দী শুভ, শুভাগত হোম ও ইয়াসিন আরাফাত মিশুকে।


১০ ওভার বোলিংয়ে ২ মেডেনে মাত্র ২৩ রান খরচায় পাঁচ উইকেট নেন আশরাফুল। লিস্ট এ ক্রিকেটে আজ প্রথম ৫ উইকেটের দেখা পেলেন তিনি। এর আগে ২৮ রানে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছিলেন আশরাফুল। বিকেএসপিতে তার ঘূর্ণিতে এলোমেলো মোহামেডান।


সূত্রঃ স্পোর্টসজোন২৪