ভালো খেলতে থাকো, সুযোগ আপনিতেই আসবে : মাশরাফি

ক্রিকেট দুনিয়া March 22, 2022 484
ভালো খেলতে থাকো, সুযোগ আপনিতেই আসবে : মাশরাফি

আইপিএল খেলার সুযোগ পেয়েছিলেন জাতীয় দলের ফাস্ট বোলার তাসকিন আহমেদ। কিন্তু দেশের খেলা কে প্রাধান্য দিয়ে আইপিএলকে না বলে দিয়েছেন তিনি। তাসকিনের এমন সিদ্ধান্তে তাকে সাধুবাদ জানিয়েছেন তাসকিনের আইডল মাশরাফি বিন মুর্তজা।


গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে তাসকিনের আইপিএলে না খেলার সিদ্ধান্ত কে নিয়ে পোস্ট করেন মাশরাফি বিন মুর্তজা। ক্রিকেট ভক্তদের জন্য হুবহু সেই ফেসবুক পোস্ট তুলে ধরা হলো:-


“সিদ্ধান্ত বোর্ড নিক বা তাসকিন অবশ্যই সিদ্ধান্তটি পজিটিভ মনে হয়েছে কারন, দেশের ক্রিকেটের কমিটমেন্ট সবার আগেই হওয়া উচিত। যদিও পৃথিবী চলছে বিপরীতমুখি এবং তার পক্ষে বা বিপক্ষে অনেক যুক্তি দাঁড় করিয়েই। শুধু একটাই খটকা, নিয়ম যাই হোক তা যেন সবার জন্যই প্রযোজ্য হয়। তাহলে দলের সবার মানসিকতা সুন্দর ও সুস্থ থাকবে, যা বাংলাদেশ ক্রিকেটে সবচেয়ে জরুরী।


ভালো খেলতে থাকো তাসকিন, সুযোগ আপনিতেই আসবে। ৩বছর আগে তোমাকে দলে দেখলে সবার রাগ হতো আর আজ দলে তোমার গুরুত্ব তুমি নিজেই দেখছো। সব কিছুর মালিক আল্লাহ। আর এ যুদ্ধে তোমার পাশে ছিলো খুব সামান্য কিছু মানুষ।


তাদেরকে যথাযথ সম্মান দিও। দেশের হয়ে মাঠে নেমে নিজেকে নিংড়ে দেও কারন, তোমার মতো হাজারও খেলোয়াড় এই দেশে খেলছে যারা একবার হলেও দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে চায়। যে সুযোগ আজ আছে কাল হয়তো থাকবেনা তাই তোমার ক্রিকেটের সেরা মূহুর্তগুলো হয়ে উঠুক লাল-সবুজেই। আল্লাহ তোমার সহায় হোন, আমিন।